শিরোনাম
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২২:২১, ১১ মে ২০২৫
এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রফিকুল ইসলাম মাদানী নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর। তিনি লেখেন, ‘৫ মে রাতে নিরীহ হেফাজতের কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদ্যাপন করেছিল। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদ্যাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি ইনশা আল্লাহ।’
নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করেন। এরপর গোশত কেটে রান্না করা হয় বিরিয়ানি। মাদ্রাসার দেড় শ শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীর জন্য সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয়।
জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে ফাঁসি দিতে হবে।’