শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ২১:০৫, ১১ মে ২০২৫
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নাহিদ হাসান বাঁধন। ছবি: ঢাকা এক্সপ্রেস
মামলায় ওই তরুণী উল্লেখ করেন, ২০২২ সালে তিনি যশোর শহরের একটি স্কুলে ১০ শ্রেনিতে লেখাপড়া করতেন। ওই সময় স্কুলে আসা যাওয়ার সময় নাহিদ তাকে উত্যক্ত করতো। একপর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকেন নাহিদ।
পরবর্তীতে ২০২২ সালের ১০ ডিসেম্বর ওই তরুণীকে অপহরণ করে জেসগার্ডেন পার্ক এলাকায় নিয়ে যায় নাহিদ। এরপর তাকে বিয়ের কথা বলে ধর্ষণ করে। বিয়ের আশ্বাস দিয়ে দেড় বছর একইসাথে ওই বাড়িতে বসবাস করেন তারা। স্বামী-স্ত্রী পরিচয় সেখানে থাকার পর সেখান থেকে বাহাদুরপুর বাঁশতলায় ভাড়া বাড়িতে উঠেন। স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানেও বসবাস শুরু করেন।
এ সময় নাহিদকে বিয়ের কথা বললে আজ না কাল বলে ঘুরাতে থাকে। একপর্যায়ে ওই তরুণীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় নাহিদ।
সর্বশেষ গত ২ মে ওই তরুণী নাহিদের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান।
এ সময় নাহিদ বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শুধু তাই নয়, নাহিদসহ তার পরিবারের সদস্যরা ওই তরুণীকে মারপিট করে জখম করে তাড়িয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণী থানায় অভিযোগ করেন।
যশোর কোতোয়ালি থানার এস আই দেবাশীষ হালদার জানান, শনিবার ওই তরুণীর ধর্ষণ মামলা পাওয়ার পর নাহিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ