ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Scroll
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
দেশজুড়ে বয়ে চলা তাপদাহের মধ্যে জরুরি সাত নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
Scroll
বজ্রপাতের বিষয়ে ২১ জেলায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ হজযাত্রী, ছয় জনের মৃত্যু
Scroll
ভ্লাদিমির পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন ভলোদিমির জে‌লেন‌স্কি
Scroll
আন্তর্জাতিক নার্স দিবস আজ
Scroll
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
Scroll
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি
Scroll
মিচেল ও কারেনকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রিশাদ হোসেন

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২:০২, ১২ মে ২০২৫ | আপডেট: ১২:৪১, ১২ মে ২০২৫

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের গরিনাবাড়ি এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে আহতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে প্রাণীটিকে।

সুস্থ হলে নীলগাইটিকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ। স্থানীয়দের ধারণা, ভারত থেকে সীমান্ত পেরিয়ে প্রাণীটি এখানে এসেছে।

রবিবার (১১ মে) দুপুরের দিকে গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের একটি ভুট্টা খেতের কাছে প্রাণীটিকে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা ভুট্টা খেতসহ অন্যান্য ফসলের খেতে ছুটোছুটি করার পর গ্রামবাসীর হাতে ধরা পড়ে হরিণ-সদৃশ প্রাণীটি।

সীমান্তের ওপার থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে এপারে আসার সময় আঘাত পেয়ে প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে বলে স্থানীয় ও বন বিভাগের কর্মকর্তারা জানান। 

পঞ্চগড় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বনবিভাগের কর্মকর্তারা প্রাণীটি উদ্ধার করে কেন্দ্রে এনে চিকিৎসা দিচ্ছেন। 

স্থানীয় বাসিন্দা শাকিল ইসলাম (৪১) জানান, দুপুরে গ্রামের একটি মরিচ খেতে মরিচ তুলছিলেন কয়েকজন নারী শ্রমিক। তারাই প্রথম নীলগাইটিকে চিহ্নিত করেন। পরবর্তীতে পুরুষ শ্রমিকরা ওই প্রাণীটিকে আটক করেন।

পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) রেজাউল করিম বলেন, খবর পেয়ে আমরা বনবিভাগ কার্যালয়ে এসে আহত নীলগাইটির প্রাথমিক চিকিৎসা দিয়েছি। স্ত্রী নীলগাইটির বয়স আনুমানিক দুই বছর হতে পারে। নীলগাইটির পা সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। ক্ষতগুলো দেখে মনে হচ্ছে অন্তত ছয়-সাতদিন আগের। ভারত থেকে কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে এ ধরণের ক্ষত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অন্তত সাতটি নীলগাই দেখা গেছে। তাদের মধ্যে পাঁচটি জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুইটি গ্রামবাসীদের ধাওয়া ও প্রহারে মারা যায়।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন