শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫০, ১১ মে ২০২৫
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বুদ্ধ স্নান। ছবি: ঢাকা এক্সপ্রেস
এদিকে, শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে এই দিনটিকে পালন করেছে।
বোধিবৃক্ষমূলে সমবেত হয় পূজারীরা। সেখানে পঞ্চশীল গ্রহণের পর নর-নারী, দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসীকারা চন্দন জল ঢেলে ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে পূজা করেন।
পরে বিহারে বুদ্ধ পূজা, সিবলী পূজা, বুদ্ধ মূর্তিদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বিকেলে বিহার প্রাঙ্গণে বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয়।
এ সময় শীল ও ধর্মদেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির ও আবাসিক ভিক্ষু পরমান্দ ভিক্ষু।
এ সময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি সুজিত কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী এবং দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ