ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও গণস্বাক্ষর 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ১৮:১৭, ১১ মে ২০২৫

বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও গণস্বাক্ষর 

মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তারা। ছবি: ঢাকা এক্সপ্রেস 

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকেলে পিরোলী ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া,  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষের গণস্বাক্ষর নেওয়া হয়। 

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম জহির। 

পিরোলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাবেজ শেখের সভাপতিত্বে শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দিন আনসারী। 

ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, পিরোলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শেখ, শিক্ষক মহব্বত হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ শেখ, আলাউদ্দিন শেখ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা ও যুবদল নেতা শেখ মোফাজ্জেল হোসেন। 

এতে বক্তারা বলেন, ‘পিরোলীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ মাদকের বেচা-কেনায় জড়িত থাকলে কিংবা সেবন করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ছাড়া, কেউ সন্ত্রাস কিংবা চাঁদাবাজি করলে তাকেও আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বাইরে কেউ কোনো অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা মেনে নেওয়া হবে না।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন