শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৭, ১১ মে ২০২৫
মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম জহির।
পিরোলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাবেজ শেখের সভাপতিত্বে শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দিন আনসারী।
ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, পিরোলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শেখ, শিক্ষক মহব্বত হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ শেখ, আলাউদ্দিন শেখ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা ও যুবদল নেতা শেখ মোফাজ্জেল হোসেন।
এতে বক্তারা বলেন, ‘পিরোলীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ মাদকের বেচা-কেনায় জড়িত থাকলে কিংবা সেবন করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ছাড়া, কেউ সন্ত্রাস কিংবা চাঁদাবাজি করলে তাকেও আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বাইরে কেউ কোনো অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা মেনে নেওয়া হবে না।’
ঢাকা এক্সপ্রেস/এনএ