শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৭, ১১ মে ২০২৫
রবিবার (১১ মে) ডিএনসিসির ফেসবুক পোস্টে একথা জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্মানিত প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্ম দিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে,’ বলেও পোস্টে উল্লেখ করা হয়।