শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৪২, ১১ মে ২০২৫ | আপডেট: ২০:৫৮, ১১ মে ২০২৫
অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত
সাক্ষাৎকারে জয়া বলেন, ‘সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। তবে আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।’
জয়া আহসান এর প্রেম জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, সত্যিকার অর্থে ‘আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে যা অনেক আগেই হয়ে গেছে। আমার সিনেমার কাজের সাথে যেটা আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই।
সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশে জয়া আহসান বলেছেন, দর্শকদের কাছে আমি সব সময়ই কৃতজ্ঞ। আমি অতি সাধারণ একজন মানুষ। আমার অভিনয়ের জন্য আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সব সময় ও সারা জীবন আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ