ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ ১৪৪৬

নতুন রুপে ফিরছেন তুষি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:৫৪, ১১ মে ২০২৫

নতুন রুপে ফিরছেন তুষি

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১৪ তে প্রথম রানার আপ হন নাজিফা আনজুম তুষি। এরপর থেকে তুষিকে নিয়মিত দেখা যায়  সিনেমা ও ওয়েব সিরিজে। হাওয়া, সিন্ডিকেট ও নেটওয়ার্কের বাইরের মত চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

সবশেষ ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমার পর অনেকদিন পর্দায় দেখা নেই অভিনেত্রীর। তবে অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, চুপিসারে দুটি সিনেমার কাজ করছিলেন নাজিফা তুষি। তার মধ্যে একটা সিনেমা প্রায় মুক্তির অপেক্ষায়।

গুলতির পর এবার নতুন পরিচয় নিয়ে আসছেন তুষি। ‘রঙ্গমালা’ হয়ে পর্দায় ফিরছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত তুষির সেই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’, আর সেখানেই ‘রঙ্গমালা’ চরিত্রে দেখা মিলবে তুষিকে। চলতি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি; রচনা ও পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’ খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।

২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু প্রমুখ।

আরও পড়ুন