শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:১৩, ১১ মে ২০২৫ | আপডেট: ২২:১৬, ১১ মে ২০২৫
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত
আগামী ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেলে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরের সম্মাননা প্রদান করা হবে। ওই আসরে সম্মাননা পাচ্ছেন মেহজাবীন ও মালাইকা।
আর এই বিষয়টি মেহজাবীন নিজেই নিশ্চিত করেছেন। মেহজাবীন চৌধুরী বলেছেন, “আমি তো এর আগেও ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটি ভালো লাগার বিষয়। আমার বিশ্বাস, মালাইকা এতে অনুপ্রাণিত হবে। যে কোনো স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। দায়িত্ববোধ বাড়ে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশ’কে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।”
ঢাকা এক্সপ্রেস/ এসইউ