শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০০, ১০ মে ২০২৫
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা টেন্ডুলকার জানান, অভিনয়ে তার কোনো আগ্রহ নেই। এই নিয়ে তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্বও নেই।
সারার কথায়, আমি অন্তর্মুখী। ক্যামেরা দেখলে ভয় পাই। যতই সিনেমার প্রস্তাব আসে আমি সব খারিজ করে দিই। কেননা আমি সত্যিই বিশ্বাস করি আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরো উৎকণ্ঠাই দেবে।
সারার এমন উত্তরে অনেকেই চমকে যাবেন। কারণ সারাকে দেখে কখনো বোঝাই যায় না ক্যামেরার সামনে তার ভীতি কাজ করে। নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে স্বাচ্ছন্দেই পোজ দিতে দেখা যায় ক্রিকেটের লিটল মাস্টারের কন্যাকে।
সারা বলেন, আমি ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নিই যেটা আমার ঠিকঠাক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।
ঢাকা এক্সপ্রেস/এসবি/আরইউ