ব্রেকিং
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৩, ১০ মে ২০২৫
যশোর নার্সিং কলেজের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করে। ছবি: ঢাকা এক্সপ্রেস
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, এইচএসসি পাসের পর চালু থাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দু’টিকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
এই দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ