শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৯, ১০ মে ২০২৫
বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট দেন ভোটাররা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এদিকে, দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছে। বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ শ’ ৪১ জন।
এবারের নির্বাচনে ইতিমধ্যে বিনাভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি হয়েছেন জামাল উদ্দিন চৌধুরী।
এদিকে, এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে ২জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৭ জন প্রার্থীর ভোটগ্রহণ চলছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ