শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৬, ১০ মে ২০২৫
বিরল সীমান্ত। ছবি: সংগৃহীত
এর আগে বিকেলর পর দিনাজপুরের বিরল সীমান্তের কিশোরীগঞ্জ ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে আটককৃতদের তুলে দেয় বিএসএফ।
এ সময় বিজিবি ও বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড়সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরমান আলী (২৫) ও তার ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)।
জানা যায়, ভারতের বিভিন্ন স্থানে শিল্প কারখানায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলো ৯ জন। ভারত ও পাকিস্তানের উদ্ভুত পরিস্থিতির কারণে আবারও দালালের মাধ্যমে অবৈধভাবে তারা বাংলাদেশে ফিরছিলো। বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৬৩ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানায়।
শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৯ বাংলাদেশীকে কিশোরীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যদেরকে কাছে তুলে দেয় বিএসএফ। পরে তাদেরকে বিরল থানায় হস্তান্তর করে বিজিবি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ জন বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তাদেরকে শনিবার (১০ মে) আদালতে পাঠানো হবে।
ঢাকা এক্সপ্রেস/এনএ