ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
বরেণ্য সংগীতশিল্পী, গবেষক, লেখক মুস্তাফা জামান আব্বাসী মৃত্যুবরণ করেছেন
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ জন বাংলাদেশি হজযাত্রী, পাঁচ জনের মৃত্যু
Scroll
সিলেট সীমান্তে ভারতের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি
Scroll
সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম রাজধানী থেকে গ্রেপ্তার
Scroll
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে আপন দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Scroll
শাহবাগ ছাড়া ঢাকার কোথাও এবং মহাসড়কে ব্লকেড নয়: হাসনাত আবদুল্লাহ
Scroll
পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা ইসলামাবাদের
Scroll
পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
Scroll
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন
Scroll
নারী ফুটবল বিশ্বকাপের ২০৩১ সালের আসরে বাড়ছে ১৬ দল

দিনাজপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ 

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৩:২৬, ১০ মে ২০২৫

দিনাজপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ 

বিরল সীমান্ত। ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারতে যাওয়ার পর আবার অবৈধভাবে দেশে ফেরার সময় ৯ জন বাংলাদেশীকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে আটককৃতদেরকে থানা পুলিশের কাছে সোর্পদ করে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বিকেলর পর দিনাজপুরের বিরল সীমান্তের কিশোরীগঞ্জ ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে আটককৃতদের তুলে দেয় বিএসএফ। 

এ সময় বিজিবি ও বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে  মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড়সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরমান আলী (২৫) ও তার ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)। 

জানা যায়, ভারতের বিভিন্ন স্থানে শিল্প কারখানায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলো ৯ জন। ভারত ও পাকিস্তানের উদ্ভুত পরিস্থিতির কারণে আবারও দালালের মাধ্যমে অবৈধভাবে তারা বাংলাদেশে ফিরছিলো। বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৬৩ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানায়। 

শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৯ বাংলাদেশীকে কিশোরীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যদেরকে কাছে তুলে দেয় বিএসএফ। পরে তাদেরকে বিরল থানায় হস্তান্তর করে বিজিবি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। 

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ জন বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তাদেরকে শনিবার (১০ মে) আদালতে পাঠানো হবে। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন