ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

অন্তঃসত্ত্বা যাচ্ছিলেন গ্রামের বাড়িতে 

চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৩:৪৬, ১০ মে ২০২৫ | আপডেট: ১৩:৪৯, ১০ মে ২০২৫

চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম

চলন্ত ট্রেনে জন্ম নেওয়া নবজাতক। ছবি: ঢাকা এক্সপ্রেস 

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম দিয়েছেন রিনা বেগম নামিয়ে এক প্রসূতি। শুক্রবার (৯ মে) রাত পৌনে নয়টায় নবজাতক ও প্রসূতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে পঞ্চগড় গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। 

প্রসূতি রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বড়বাড়ি গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, গার্মেন্টস কর্মী স্বামী সেলিম হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করেন রিনা বেগম। শুক্রবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসবের জন্য গ্রামের বাড়িতে আসছিলেন। সন্ধ্যায় পার্বতীপুরে চলন্ত ট্রেনে প্রসব বেদনা উঠে প্রসূতি রিনা বেগমের। পরে ট্রেনের অন্যান্য যাত্রীদের সহায়তায় চলন্ত ট্রেনে এক কন্যা শিশুর জন্ম দেন তিনি। রাত আটটায় ট্রেনটি দিনাজপুর স্টেশনে আসলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নবজাতক ও প্রসূতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আব্দুর রাজ্জাক বলেন, ‘সন্ধ্যার পর খবর পেয়ে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে দিনাজপুর স্টেশনে হাজির হই। পরে ট্রেন থেকে প্রসূতি ও শিশুকে নামিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’ 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক নাজমুল হোসেন বলেন, ‘চলন্ত ট্রেনে শিশুটির জন্ম হয়েছে। শিশুটির বয়স সাত মাস। যেহেতু শিশুটি পরিপূর্ণ হওয়ার আগেই জন্মগ্রহণ করেছে। তাই তার চোখ ফোটে নি। 
এ ছাড়াও, আসার সময় শিশুটি ঠান্ডা লাগায় আমরা শিশুকে আলাদাভাবে চিকিৎসা দিচ্ছি। বর্তমানে শিশু সুস্থ্য আছে।’ 

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান বলেন, ‘প্রসূতি ট্রেনে সন্তান প্রসব করার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম অ্যাম্বুলেন্সসহ দিনাজপুর স্টেশনে হাজির হন। পরে তাদের সহযোগিতায় নবজাতক ও প্রসূতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন