শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:২৩, ৭ মে ২০২৫ | আপডেট: ২২:৩৬, ৭ মে ২০২৫
অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে
গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক। পরের দিন তাকে আদালতে হাজির করা হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, জুলাই-আগস্টে সংঘঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদাকে হত্যাচেষ্টায় গুলিবর্ষণ করা হয়। এসময় জব্বার আলী গুলিবিদ্ধ হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। সে মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে আসামি দেখানো হয়েছে।