শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫৮, ৭ মে ২০২৫
বলিউডের অনেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট ভারতীয়দের যাত্রা শুরু হয়। এরপর একে একে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন।
এবার মেট গালার রেড কার্পেটে ভিন্নরূপে নজর কেড়েছেন কিয়ারা আদবানি। মেট গালার লাল গালিচাতেই প্রথমবারের জন্য বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী। ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউনে দেখা গেল কিয়ারাকে।
কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল। তার সাজপোশাকে ফুটে উঠে ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন।