ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

শামীম-প্রিয়াঙ্কা কাণ্ডে

অভিনয়শিল্পী সংঘে পাল্টাপাল্টি অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:২১, ৮ মে ২০২৫

অভিনয়শিল্পী সংঘে পাল্টাপাল্টি অভিযোগ

অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী প্রিয়াঙ্কা শুটিং সেটে হেনস্তা, ধর্ষণের হুমকি এবং নেশাদ্রব্য সেবনের অভিযোগ এনেছেন অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এবিষয়ে উভয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘে।

জানা যায়, প্রিয়াঙ্কা একটি টিভি সেটের সাক্ষাৎকারে শামীমের বিরুদ্ধে এসব অভিযোগের কথা বলেন। পাশাপাশি তিনি অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিয়েছেন।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে শিল্পী সংঘে পাল্টা অভিযোগ দিয়েছেন শামীম হাসান সরকার। সেইসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সেখানে তিনি প্রিয়াঙ্কাসহ আরো কয়েকজন তারকাকে নিয়ে খোলামেলা কথা বলেন। 

সেসব নিয়ে নানান মহলে শুরু হয়েছে বিতর্ক। অনেক অভিনেতা, অভিনেত্রী ও প্রযোজক-নির্মাতা শামীমের লাগামহীন কথাবার্তার সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়ায়।

এমন অবস্থায় অভিনয়শিল্পী সংঘ জানায়, এ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন সংগঠনটির দায়িত্বশীলরা। শামীম ও প্রিয়াঙ্কার কাছ থেকে সব তথ্য নিয়ে প্রমাণের ভিত্তিতে দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেছেন, ‘শামীম-প্রিয়াঙ্কা দুজনই আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছেন। আমরা এটা নিয়ে দ্রুতই আলোচনায় বসব। যার দোষ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো বলেছেন, ‘সবাইকে অনুরোধ করছি, বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে নিজেদের সম্মানহানি ঘটাবেন না। যদি কারও ব্যাপারে অভিযোগ থাকে তবে সেটি সংশ্লিষ্ট সংগঠনে জানান। ন্যায়বিচার পাবেন আশা করছি।’

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন