শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৪, ১১ মে ২০২৫
ঝিকরগাছা থানা, যশোর। ছবি: ঢাকা এক্সপ্রেস
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়। এতে ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশা ও মইদুল।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফারড করা হয়। পথে তিনি মারা যান। রোববার (১১ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ