ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

পরিচয় মেলেনি সেই নবজাতকের, বেড়ে উঠবে শিশু নিবাসে 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২১:১৬, ৭ মে ২০২৫

পরিচয় মেলেনি সেই নবজাতকের, বেড়ে উঠবে শিশু নিবাসে 

অজ্ঞাত নবজাতকটিকে ২৭ দিন পর রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পুলিশ পাহারায় পাঠানো হয়েছে। ছবি: ঢাকা এক্সপ্রেস 

লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা সেই নবজাতক ২৭ দিনেও পরিচয় মেলেনি। বুধবার (৭ মে) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পুলিশ পাহারায় তাকে পাঠানো হয়েছে। 
এর আগে ১১ এপ্রিল রাতে শিশুটিকে লক্ষ্মীপুর পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকার রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। 

শিশুটিকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানোর সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন প্রমুখ। 

উদ্ধারের পর সদর হাসপাতালের এক নারী জানান, ঘটনার দিন শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিলো। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারীরিকভাবে অসুস্থ দেখা গেছে। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে বলেনি। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, “জন্মগতভাবে শিশুটির কিছু ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা ধরণের। তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে।” 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন