নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২১:০৩, ৭ মে ২০২৫
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাহাজ্জুদের নামাজ শেষে ঘরে দুস্কৃতিকারীকে দেখে চিৎকার দিলে দুস্কৃতিকারী ভুলুকে ছুরির আঘাত করে। এতে তার শরীর হতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। প্রথমে তাকে চাটখিলে এবং পরে নোয়াখালীতে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে নোয়াখালী থেকে ঢাকার আনার পথে তিনি মারা যান।
নিহতের ছেলে খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক জানান, দুস্কৃতিকারীরা চুরি, ডাকাতি বা অন্য কিছুর জন্য ঘরের পিছনের ভেন্টিলেটর কেটে ভিতরে ঢোকে। দুস্কৃতিকারীকে তার মা দেখা মাত্র চিৎকার দেয়। এ সময় দুস্কৃতিকারী তার মাকে ছুরি আঘাতে মারাত্মক ভাবে আঘাত করে। দুস্কৃতিকারীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ছুরি আঘাতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। প্রথমে চাটখিল পরে নোয়াখালীতে নেওয়া হয় তাহেরা বেগমকে। সেখান থেকে ঢাকায় আনার পথে তার মা মারা যায়। তিনি জানান, মায়ের দাফন কার্য সম্পন্ন শেষে থানায় অভিযোগ করবেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, নিহত তাহেরা বেগম ভুলুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।