ঢাকা, রোববার, ১১ মে ২০২৫

২৮ বৈশাখ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
বাংলাদেশের কাছে শুল্ক কমানোর লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
Scroll
এপ্রিলে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
Scroll
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
Scroll
আওয়ামী লীগসংশ্লিষ্ট সব পেজ বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
Scroll
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
Scroll
আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের দিন
Scroll
চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
Scroll
লঞ্চে দুই তরুণীকে পেটানো তরুণসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
Scroll
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

‘উত্তেজনা কমান, মানুষকে সুরক্ষা দিন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:১৮, ৮ মে ২০২৫

‘উত্তেজনা কমান, মানুষকে সুরক্ষা দিন’

মালালা ইউসুফজাই, ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।

সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা লেখেন, এই বিপজ্জনক সময়ে আমি পাকিস্তানে আমার বন্ধুবান্ধব, পরিবার এবং আমার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছি।

পোস্টে মালালা আলো লিখেছেন, আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।

মালালা ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে হামলার শিকার হন কিশোরী মালালা। স্কুলের গাড়িতে মালালা ও তার দুই বান্ধবী তালেবানের গুলিতে আহত হন।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় মালালাকে। সুস্থ হয়ে সেখানেই পড়াশোনা শুরু করেন তিনি। মাত্র ১৭ বছরে বয়সে শান্তিতে নোবেল পান মালালা। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পাননি।

মালালা এখন সপরিবার যুক্তরাজ্যেই বসবাস করছেন। এরই মধ্যে আত্মজীবনী লিখেছেন এই নোবেলজয়ী। বইয়ের নাম ‘আই অ্যাম মালালা: হাউ ওয়ান গার্ল স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’। বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারীশিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে চলছেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন