শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:০৪, ৮ মে ২০২৫
নিহত কৃষি কর্মকর্তা আব্বাস পাটোয়ারী বাবর (২৯)। ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজিগন্জ এলাকা অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা চট্র মেট্রো-ট ১২-১২ ৬১ নম্বরের একটি ট্রাক বাবরের মোটরসাইকেলকে ধাক্কা মেরে রাস্তার উপর থাকা সয়াবিনের উপর ফেলে দেয়। ঘটনাস্থলে বাবর রাস্তার উপর পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পেলেন।
জানা গেছে, ২০২৩ সালে বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বাবরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ