শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৪, ৮ মে ২০২৫
ছবি: সংগৃহীত
খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি তামিম (১৪) নামক এক অটো চালকের। সে মঠবাড়িয়া পৌর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও ওই এলাকার দিনমজুর ইয়াকুব আলীর পুত্র। তামিম গত বুধবার থেকে তার অটো গাড়িসহ নিখোঁজ ছিলো। নিখোঁজের বিষয়ে ইতিপূর্বে তামিমের পিতা ইয়াকুব মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ধারণা করা হচ্ছে তামিমের অটো গাড়ি ছিনতাই করার সময় ছিনতাইকারীরা তাকে হত্যা করে ডোবায় ফেলে অটো নিয়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত, আব্দুল হালিম তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ