শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫১, ৮ মে ২০২৫
ধর্ষক নুরুল ইসলাম (৫৫)। ছবি: ঢাকা এক্সপ্রেস
ভিকটিমের বাবা বলেন, ‘বৃহস্পতিবার (৮ মে) দুপুর একটার দিকে মেয়েকে বিস্কুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে আসতে দেরি হয়েছে কেনো জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি। পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভেজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে যায় ওই দোকানদার। পরে কোনো এক ধরনের তৈল ব্যবহার করে তাকে খারাপ কাজ করে।
স্থানীয় ইউপি সদস্য খোকন জানায়, খবর পেয়েছি, সত্যতাও মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি। আমাদের সাথে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে, আলামত মিলেছে।
লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে আলামত নিশ্চিত করে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ