শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৮, ৮ মে ২০২৫ | আপডেট: ১৮:০০, ৮ মে ২০২৫
পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ৪ চাল ব্যবসায়িকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ঢাকা এক্সপ্রেস
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: হাফিজ উদ্দিন গন্ধী এ সময় উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) মো: ফয়সাল উদ্দিন জানান, 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০' অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার, পাটের বস্তার যোগান ও দেশব্যাপী পরিচালিত অভিযানের অগ্রগতি দেখতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় সড়ক বাজারের ৪ চাল ব্যবসায়িকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অভিযোগে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো: হাফিজ উদ্দিন গন্ধী জানান, দেশের কোথাও পাটের বস্তার কোনো সংকট নেই। দেশে পর্যাপ্ত পাটের বস্তা রয়েছে। কিন্তু অনেক স্থানে দুই টাকা কম-বেশির কারণে মিল মালিকরা পাটের বস্তা নিচ্ছেন না। অথচ, একটা পাটের বস্তা তিন থেকে চার বার ব্যবহার করা যায়। ফলে প্লাস্টিকের বস্তার তুলনায় পাটের বস্তায় খরচ কম। এ অবস্থায় কোনো অজুহাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এনএ