শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪, ১০ মে ২০২৫ | আপডেট: ১২:৫১, ১০ মে ২০২৫
ছবি: সংগৃহীত
শনিবার (১০ মে) ভোরে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
পোস্টে হাসনাত লিখেছেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে শাহবাগ অবরোধের পর মিরপুর-১০, যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে জড়ো হতে ফেসবুকে পোস্ট দেন অনেকেই। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধের কথা শোনা যায়।
তারই প্রেক্ষিতে শুধু শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড কর্মসূচি না রাখার আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ।
একইসঙ্গে তিন দফা দাবিতে নতুন কর্মসূচিরও ঘোষণা করেছেন হাসনাত। কর্মসূচি অনুযায়ী, আজ বিকাল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ ছাড়া, সারা দেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস/আরইউ