ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৩, ১০ মে ২০২৫ | আপডেট: ১৩:৪৪, ১০ মে ২০২৫
ছবি: সংগৃহীত
শনিবার (১০ মে) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটি দেখার জন্য আমি এখানে এসেছি। আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কীভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। তারপর যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাবি-দাওয়ার বিষয়ে যে আন্দোলন, সেটি রাস্তার উপর করলে জনদুর্ভোগ হয়। বিষয়টি মাথায় রাখা আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে অন্য কোনো জায়গায় করলে ভালো হয়। শুক্রবার যমুনার সামনে করা আন্দোলনকারীদের বলার পর তারা শাহবাগে গেছেন। সেখানেও দুর্ভোগ হচ্ছে, তবে তারা ইমারজেন্সিগুলো দেখছেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস/আরইউ