শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫, ১০ মে ২০২৫ | আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৫
ছবি: সংগৃহীত
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন তাদের পরিচয় নিশ্চিত করেন।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ওসি সাজ্জাদ রুমন তাদের পরিচয় নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দুই বোনকে মসলা বাটার শিলপাটা দিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, ওই বাসায় মরিয়ম এবং সুফিয়া ছাড়াও মরিয়মের মেয়ে থাকতেন। শুক্রবার রাতে বাসায় এসে মরিয়মের মেয়ে দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। এরপর আশপাশের লোকজনকে ডাক দিয়ে দরজা ভেঙে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর তারা ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঢাকা এক্সপ্রেস/এসএস/আরইউ