শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৩:০০, ১০ মে ২০২৫
সৈয়দপুর থানা, নীলফামারী। ছবি: ঢাকা এক্সপ্রেস
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আমিনুল ইসলাম (৪৮) প্রচার সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, সৈয়দপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের হাতিখানা এলাকার মৃত তইজ উদ্দিন প্রধানের ছেলে। ফয়েজ আহমেদ (৪৮) সহ-দপ্তর সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সাবেক ইউপি সদস্য মৃত মইজুল হকের ছেলে এবং দৈনিক মুক্ত ভাষার প্রকাশক ও সম্পাদক।
অন্যরা হলেন, মাহবুব আলম (৩৮) ওরফে জামাই প্রচার সম্পাদক, রেলওয়ে কারখানা শাখা শ্রমিক লীগ, রসুলপুর এলাকার বাসিন্দা ও রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিনের জামাতা। আলতাফ হোসেন (৫৪) রেলওয়ে শ্রমিক লীগ সদস্য, নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার মৃত দারাজ আলীর ছেলে। রশিদুল হক (৪৮) আওয়ামী লীগ সমর্থক, কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মাঝাপাড়া এলাকার বাসিন্দা। সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩) ও জুলফিকার আলী (৪৬) আওয়ামী লীগ সমর্থক, আইসঢাল পীরপাড়া এলাকার আব্দুল মান্নান খন্দকারের দুই ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ৩ আগস্ট সৈয়দপুর বিএনপির কার্যালয়ে অস্ত্রসহ মিছিল করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি (নম্বর ২০) দায়ের করেছিলেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ