ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
বরেণ্য সংগীতশিল্পী, গবেষক, লেখক মুস্তাফা জামান আব্বাসী মৃত্যুবরণ করেছেন
Scroll
সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ জন বাংলাদেশি হজযাত্রী, পাঁচ জনের মৃত্যু
Scroll
সিলেট সীমান্তে ভারতের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি
Scroll
সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম রাজধানী থেকে গ্রেপ্তার
Scroll
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে আপন দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Scroll
শাহবাগ ছাড়া ঢাকার কোথাও এবং মহাসড়কে ব্লকেড নয়: হাসনাত আবদুল্লাহ
Scroll
পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা ইসলামাবাদের
Scroll
পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
Scroll
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন
Scroll
নারী ফুটবল বিশ্বকাপের ২০৩১ সালের আসরে বাড়ছে ১৬ দল

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে

সৈয়দপুরে ৭ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার 

নীলফামারী প্রতিনিধি 

প্রকাশ: ১৩:০০, ১০ মে ২০২৫

সৈয়দপুরে ৭ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার 

সৈয়দপুর থানা, নীলফামারী। ছবি: ঢাকা এক্সপ্রেস 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশের মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে শিক্ষার্থীদের অবরোধের মুখে তিনি ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তার পরপরই সৈয়দপুর থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতা, রেলওয়ে শ্রমিক লীগের দুই নেতা এবং তিনজন সমর্থককে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আমিনুল ইসলাম (৪৮) প্রচার সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, সৈয়দপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের হাতিখানা এলাকার মৃত তইজ উদ্দিন প্রধানের ছেলে। ফয়েজ আহমেদ (৪৮) সহ-দপ্তর সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সাবেক ইউপি সদস্য মৃত মইজুল হকের ছেলে এবং দৈনিক মুক্ত ভাষার প্রকাশক ও সম্পাদক। 

অন্যরা হলেন, মাহবুব আলম (৩৮) ওরফে জামাই প্রচার সম্পাদক, রেলওয়ে কারখানা শাখা শ্রমিক লীগ, রসুলপুর এলাকার বাসিন্দা ও রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিনের জামাতা।  আলতাফ হোসেন (৫৪) রেলওয়ে শ্রমিক লীগ সদস্য, নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার মৃত দারাজ আলীর ছেলে। রশিদুল হক (৪৮) আওয়ামী লীগ সমর্থক, কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মাঝাপাড়া এলাকার বাসিন্দা। সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩) ও জুলফিকার আলী (৪৬) আওয়ামী লীগ সমর্থক, আইসঢাল পীরপাড়া এলাকার আব্দুল মান্নান খন্দকারের দুই ছেলে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ৩ আগস্ট সৈয়দপুর বিএনপির কার্যালয়ে অস্ত্রসহ মিছিল করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি (নম্বর ২০) দায়ের করেছিলেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন