শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২:২৭, ১০ মে ২০২৫ | আপডেট: ১২:৩৩, ১০ মে ২০২৫
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
গ্রেপ্তারকৃতরা হলেন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, খালিশা চাপানী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল ওহাব এবং ডিমলা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান গ্রেপ্তারকৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ