ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ভোলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ২

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৪:১১, ৩ জুলাই ২০২৫

ভোলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে দলবদ্ধ ধর্ষণ মামলায় শ্রমিক দল নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বোরহান উদ্দিন উপজেলা থেকে মামলার দুই নম্বর আসামি তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নোয়াখালির হাতিয়া থেকে প্রধান আসামি যুবদলকর্মী মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলার সাত আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে বোরহান উদ্দিন উপজেলা থেকে আসামি তজুমদ্দিন ও নোয়াখালির হাতিয়া থেকে প্রধান আসামি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।ৎ

এর আগে গত ৩০ জুন তিন নম্বর আসামি ঝর্ণা বেগমকে পুলিশ ও পাঁচ নম্বর আসামি রাসেলকে বুধবার (২ জুন) র‌্যাব-৮ গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, গ্রেপ্তার এড়াতে আসামিরা প্রত্যন্ত চর এলাকায় পালিয়ে ছিলেন। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামে স্ত্রী ঝর্ণা বেগমের বাড়িতে মো. রুবেল ও তার প্রথম স্ত্রী নির্যাতনের শিকার হন। এর এক পর্যায়ে প্রথম স্ত্রী ২৯ জুন দুপুরে গণধর্ষণেরও শিকার হন। এ ঘটনায় ৩০ জুন মো. রুবেল সাতজনের নাম উল্লেখ করে ধর্ষণ ও নির্যাতনের মামলা করেন। পুলিশের অব্যাহত অভিযানে এই মামলায় অবশেষে প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। 

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন