শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৮:৩৩, ৩ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন শাকিব খান। ছবিটি নির্মিত হবে ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে, প্রযোজনায় থাকছেন শিরিন সুলতানা—যিনি এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন।
পরিচালকের আসনে থাকছেন আবু হায়াত মাহমুদ, যিনি টেলিভিশন নাটক, ওটিটি কনটেন্ট, টিভিসি এবং ডকুফিল্ম মিলিয়ে আড়াই শতাধিক প্রজেক্টে কাজ করেছেন। এটি হতে যাচ্ছে তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ছবির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যিনি চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে মিলে। যদিও গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ, তবে জানান, "এটা হবে একটি অ্যাকশনধর্মী ছবি, যেটি দর্শক ‘লার্জার দ্যান লাইফ’ অভিজ্ঞতা হিসেবে বিগ স্ক্রিনে উপভোগ করবেন।"
এখনো ছবির নাম, নায়িকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পীদের নাম প্রকাশ হয়নি। নির্মাতা জানিয়েছেন, এসব তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এটি শাকিব খানের ঈদ কেন্দ্রিক চেনা ছকের বাইরে একটি নতুন ধরনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে। ফলে তার ভক্ত-দর্শকদের মধ্যে আগ্রহ এখন থেকেই তুঙ্গে।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ