ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

সাইকেল থেকে পড়ে স্মৃতি হারান কাজল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৪৯, ২ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:২২, ২ জুলাই ২০২৫

সাইকেল থেকে পড়ে স্মৃতি হারান কাজল

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি নির্মাতা ফারাহ খানের এক অনুষ্ঠানে হাজির হয়ে পুরোনো একটি ঘটনা শেয়ার করেছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। 

তিনি জানান, সিনেমাটির শুটিং চলাকালে সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। সে সময় পরিচালক করণ জোহর ও সহ-অভিনেতা শাহরুখ খান দারুণ ভয় পেয়ে যান, তবে ভয় পেলেও করণ জোহরের ঠাট্টা-তামাশা থেমে থাকেনি।

ফারাহ খান এই প্রসঙ্গ তুলে মজা করে বলেন, তুমি তখন কাউকে চিনতে পারছিলে না। আমার মনে হয়েছিল, তুমি আসলে করণকে ভুলে যাওয়ার জন্য ইচ্ছা করেই এমন করছিলে!

জবাবে কাজল হাসতে হাসতে বলেন, আসলে করণই চেয়েছিল আমি স্মৃতি হারাই, যাতে সে আমাকে বোঝাতে পারে আমি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার!

এরপর কাজল বলেন, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, আর শাহরুখ আমাকে বারবার ওষুধ খাওয়াতে চাইছিল। আমি রাজি হচ্ছিলাম না। তিন ঘণ্টা পর হঠাৎ সব মনে পড়ে গেল! আমি বললাম, আমি একদম ঠিক আছি। তখন শাহরুখ বলল— ইডিয়ট, তুমি ট্যাবলেট খেয়েছিলে বলেই ঠিক হয়েছ।

এ বিষয়ে ‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে কাজল জানান, আমি করণ বা শাহরুখ কাউকেই চিনতে পারছিলাম না। কাঁদতে কাঁদতে বলছিলাম, তোমরা কে? আমি কোথায়? আমাকে বাড়ি নিয়ে চলো! সেই সময় আমরা মরিশাসে ছিলাম। তাই বাড়ি ফেরা সম্ভব ছিল না।

ফারাহ খান এ প্রসঙ্গে আরো বলেন, আগে বলা হতো, নায়িকা শুটিংয়ে পড়ে গেলে সিনেমা হিট হবে। কাজল তো প্রায় সব ছবিতেই পড়ে যেত, তাই আমরা রিলিফ পেতাম—ছবি চলবেই! ‘কাল হো না হো’র সময় প্রীতি জিনতা ব্রিজে দাঁড়িয়ে পড়ে গিয়েছিল। তখন আমরা বললাম, সিনেমা নিশ্চয়ই হিট হবে!

মজা করে ফারাহ বলেন, অনেক সময় আমি নিজেই অভিনেতাদের হালকা ধাক্কা দিই, যেন ওরা একটু পড়ে যায়!

বর্তমানে কাজল ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘মা’ নিয়ে। বিশাল ফুরিয়া পরিচালিত এই ভৌতিক সিনেমায় তিনি এক কিশোরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি নিজের সন্তানকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে লড়াই করেন। সিনেমাটির প্রযোজক তার স্বামী অজয় দেবগন।

এই ছবির মাধ্যমেই প্রথমবার হরর ও অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করলেন কাজল। তিনি বলেন, মায়ের চরিত্রে অভিনয় করা আমার জন্য সহজ, কারণ বাস্তবেও আমি মা। তবে এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো ছিল দারুণ চ্যালেঞ্জিং।

সন্তান ও মাতৃত্ব নিয়ে কাজলের ভাষ্য, আমি মনে করি, মা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে। সন্তানকে রক্ষা করার প্রশ্ন এলে আমরা সব কিছু মোকাবিলায় প্রস্তুত থাকি।

'মা' সিনেমাটি মুক্তি পেয়েছে গত শুক্রবার এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন