শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৭:৩৫, ২৬ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার জনপ্রিয় গণমাধ্যম ঠিকানা-তে শুরু হচ্ছে তাঁর সঞ্চালনায় নতুন শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তারকাদের সঙ্গে গভীর আলাপচারিতা, প্রবাসজীবনের অজানা গল্প, নতুন প্রজন্মের ভাবনা এবং সমাজ-সংস্কৃতি নিয়ে আলোচনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি হতে যাচ্ছে বিনোদন ও ভাবনার মিশেলে এক অনন্য প্রয়াস।
ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন এ প্রসঙ্গে বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। আমরা গর্বিত, জায়েদ খান আমাদের এই যাত্রায় সঙ্গী হয়েছেন।’
নিজের এই নতুন ভূমিকা নিয়ে জায়েদ খান বলেন, ‘উপস্থাপনা আমার জন্য এক নতুন যাত্রা। এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে।’
প্রথম পর্ব প্রচারিত হবে আগামী ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায়, ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে। প্রতি শুক্রবার নিয়মিত প্রচারিত হবে অনুষ্ঠানটির নতুন পর্ব। তবে উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে কে থাকছেন, তা এখনও প্রকাশ করেনি আয়োজকরা।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ