শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৫, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৪৫, ৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহত শাহজাহান আলীর বাড়ি পাবনা জেলার দাতিয়া গ্রামে। তিনি বেলকুচি থানায় কর্মরত ছিলেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, সকালে একটি ব্যাগ হাতে আম পাড়তে গাছে উঠেন শাহজাহান আলী। এসময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মীরা জানান, শাহজাহান আলী একজন সৎ, বিনয়ী ও কর্তব্যপরায়ণ পুলিশ সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে