শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৩, ৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রকল্পে ফজলের বাড়ি থেকে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দিয়ে ভরাট ও গাইডওয়াল নির্মাণের কথা থাকলেও, বাস্তবে কাজ হয়েছে ইউপি সদস্য মহির মেম্বারের বাড়ি থেকে আব্দুস সালামের বাড়ি পর্যন্ত। ফলে প্রকল্পের প্রায় ৭০–৮০ ফুট অংশ বাদ গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, প্রকল্প এলাকায় পূর্বে কোনো রাস্তা ছিল না তবুও "রাস্তা ভরাট" দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। প্রকল্পের সভাপতি মহির মেম্বার নিজেই।
ধর্মীয় স্থাপনার সুরক্ষার নামে অনুমোদন পাওয়া প্রকল্পে যে মসজিদ রয়েছে, তা একটি ছোট টিনশেড ঘর মাত্র। অন্যদিকে, যেখানে একটি পূর্ণাঙ্গ বাঁধ আছে, তার পাশেই মাত্র ৪–৫ ফুট দূরত্বে নতুন গাইডওয়াল নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নে কোনো সাইনবোর্ড, নোটিশ বা জনসচেতনতা কর্মসূচি ছিল না, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। অনিয়মের বিরুদ্ধে মুখ খুললেই প্রভাবশালীদের চাপে পড়তে হয় বলেও জানান অনেকে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, “দেখেশুনেই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।”
ঢাকা এক্সপ্রেস/ইউকে