শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৮, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:০৫, ৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সে সময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র্যাকের উপর রেখে দেয়। শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সে সময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান, শিশুটির পরিবার সদর হাসপাতালে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিই। ঘাড়ের উপর ধারালো বটি পড়ার কারণে তার রগ কেটে যায় । আমরা শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রেফার্ড করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে