ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

গাজাবাসীকে উৎসর্গ করে এ মিজানের গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৪, ১ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৩৫, ১ জুলাই ২০২৫

গাজাবাসীকে উৎসর্গ করে এ মিজানের গান

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। শিশু-বৃদ্ধের কান্নায় প্রকম্পিত ফিলিস্তিনের আকাশ। কান পাতলেই শোনা যায় তাদের আহাজারি। গণমাধ্যমগুলোতে উঠে আসছে পাষন্ড ইসরায়েলিদের বর্বরতা।

সেই আহজারি ছুঁয়ে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানবতার ফেরিওয়ালাদের। তাদের একজন ঢাকার জনপ্রিয় বিনোদন সাংবাদিক ও গীতিকার এ মিজান। তিনি পাষণ্ড ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গান লিখেছেন।

‘পাখির মত উড়ছে শুধু গাজাবাসীর লাশ, কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ’— এমন শব্দমালায় গানটি লেখার পাশাপাশি এর সুরও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম। সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ।  ইতোমধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটি একটি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে।

এ সম্পর্কে এ মিজান বলেন, ‘দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। শিশুসহ প্রতিদিনই নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। গাজায় একদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আবার অন্যদিকে মৃত্যু সবমিলিয়ে গাজা যেন বর্তমানে মৃত্যুকূপ। ইসরায়েলের এমন বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমার এই গান। জানি না আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে। তবে সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের নিরাপদ রাখুক। এই মানুষ হত্যার যুদ্ধ থেমে যাক এ প্রার্থনাই করি।’

এ সম্পর্কে গায়ক মো. মহিদুল ইসলাম বলেন, ‘গাজার যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই গান করেছি। আশা করি, গানটি মানুষের হৃদয়কে নাড়া দেবে।’

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন