ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১:১৮, ২ জুলাই ২০২৫

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী

চলচ্চিত্র নির্মাণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুদান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়।

তাদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— “একটি সিনেমার জন্য” ও “হু হ্যাজ মেড আস ফ্লাই?” —কে নির্বাচিত করা হয়েছে সরকারি অনুদানের তালিকায়।

সরকারি অনুদানপ্রাপ্ত ২০টি স্বল্পদৈর্ঘ্য এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেওয়া এ দুটি চলচ্চিত্রের প্রতিটিই পাচ্ছে ২০ লাখ টাকা করে, মোট ৪০ লাখ টাকার সরকারি অনুদান।

“একটি সিনেমার জন্য” চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। এই চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন একই ব্যাচের রাবী আহমেদ। অন্যদিকে, “হু হ্যাজ মেড আস ফ্লাই?” চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।

এ প্রসঙ্গে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারবো।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।”

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মো: নিসতার জাহান কবির বলেন, একজন শিক্ষক হিসেবে আমি খুব খুশি। ওদেরকে অভিনন্দন জানিয়েছি। কয়েক মাস ধরে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করেছি, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করেছি। আমাদের স্টুডেন্টদের কাজ বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডেড হয়েছে। সর্বশেষ তিনজন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছে। আমার আনন্দটা বলে বোঝাতে পারবো না।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন