শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৪, ৩ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (২ জুলাই) দিবাগত গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযান এখনো চলছে। অভিযানে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জিনিয়া চাকমা জানান, দুইজন নিহত ও অস্ত্র উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ার কারণে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশের টিম ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
পাহাড়িরা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে চেনে ‘বম পার্টি’ নামে। সংগঠনটি ‘কুকি চিন রাজ্যে’ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়; যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না; থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।
২০২২ সালের অগাস্টে কুমিল্লা ও ঢাকার সাত কলেজছাত্র বাসা থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়। অক্টোবরে কয়েকজনকে উদ্ধারের পর নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের নাম প্রকাশ্যে আসে। র্যাবের দাবি, এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সশস্ত্র সংগ্রামের জন্য ঘর ছেড়েছিলেন তারা।
‘বম পার্টি’র পৃষ্ঠপোষকতায় জঙ্গি সংগঠনটির সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে সে সময় র্যাবের ভাষ্যে উঠে আসে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ