শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০০, ২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘জাপানের শ্রম বাজার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, ‘জাপানের মতো দেশে এখন ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ হলো আবেদনকারীদের জমা দেওয়া ভুয়া সার্টিফিকেট ও জাল ব্যাংক স্টেটমেন্ট। এটি শুধু অনৈতিকই নয়, বরং একটি অপরাধ। এখনই এসব রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া দরকার।’
লুৎফে সিদ্দিকী আরও বলেন, ‘আমাদের অনেক কর্মীর মধ্যে এখনো একটা ধারণা রয়েছে—যেভাবেই হোক বিদেশে চলে যেতে পারলেই হলো, দক্ষতা বা বৈধ কাগজপত্রের দরকার নেই। এই মানসিকতা থেকেই জালিয়াতির প্রবণতা বাড়ছে এবং তার ফলে বিভিন্ন দেশে বাংলাদেশের কর্মীরা ভিসা জটিলতায় পড়ছে।’
সেমিনারে বক্তারা জাপানের শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনার পাশাপাশি প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ