শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৩, ২ জুলাই ২০২৫
বুধবার (২ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এই আবেদন উপস্থাপন করেন। আদালত এ সময় উল্লিখিত সম্পদগুলো দেখভালের জন্য একজন রিসিভারও নিয়োগের নির্দেশ দিয়েছেন।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে— শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩ দশমিক ৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে অবশিষ্ট ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন ১৯ দশমিক ৫০ শতাংশ জমিতে নির্মিত একটি দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭ শতাংশ জমির ওপর অবস্থিত।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালেই তারা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন এমন তথ্য পাওয়া গেছে। এ অবস্থায়, তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সম্পদগুলো জব্দ এবং রিসিভার নিয়োগের আবেদন জানানো হয়।
আদালত সেই আবেদন মঞ্জুর করে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থাবর সম্পত্তি হস্তান্তর বা ব্যবহার নিষিদ্ধ করেছেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্পদের প্রকৃত উৎস ও আয়কর নথি যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ