শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৬, ২ জুলাই ২০২৫
তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে গিয়ে শুনেছি—ঘনঘন ঘোষণা দেওয়া হয়, সিলেট আর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন যেন মারামারি না করে। এটা শুনে কষ্ট হয়। কিন্তু সত্য হলো, কিছু লোকের ভুল কাজের দায় গোটা জাতিকে নিতে হচ্ছে।"
ড. আসিফ নজরুল আরও জানান, সৌদি আরবের কিছু অঞ্চলে ছিনতাই, হামলা এবং রক্তাক্ত সহিংসতার মতো ঘটনায় জড়িত কিছু প্রবাসী বাংলাদেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি করছেন। “বাসায় ঢুকে হাত কেটে ফেলার ঘটনাও ঘটেছে—এগুলো কি মিথ্যা?”—প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, "ওখানকার বাংলাদেশিরা বলেন, পুলিশের কাছে গেলে উল্টো সবাইকে ধরপাকড় করে দেশে পাঠিয়ে দেবে। ফলে চুপ থাকাই শ্রেয় মনে করেন অনেকে। এতে কয়েকজনের অপরাধে ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার নিরপরাধ মানুষকে।"
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, বাহরাইনে একজন মালিককে হত্যার ঘটনায় সেখানকার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি প্রবাসীদের এসব বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এই বক্তব্যের মাধ্যমে তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের সততা, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ