ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

‘সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিদেশে ঘোষণা দিয়ে মারামারি করে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৬, ২ জুলাই ২০২৫

‘সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিদেশে ঘোষণা দিয়ে মারামারি করে’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কিছু মানুষের ‘বাজে কাজের’ কারণে সৎ ও পরিশ্রমী প্রবাসীদেরকেও সমস্যায় পড়তে হচ্ছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে গিয়ে শুনেছি—ঘনঘন ঘোষণা দেওয়া হয়, সিলেট আর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন যেন মারামারি না করে। এটা শুনে কষ্ট হয়। কিন্তু সত্য হলো, কিছু লোকের ভুল কাজের দায় গোটা জাতিকে নিতে হচ্ছে।"

ড. আসিফ নজরুল আরও জানান, সৌদি আরবের কিছু অঞ্চলে ছিনতাই, হামলা এবং রক্তাক্ত সহিংসতার মতো ঘটনায় জড়িত কিছু প্রবাসী বাংলাদেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি করছেন। “বাসায় ঢুকে হাত কেটে ফেলার ঘটনাও ঘটেছে—এগুলো কি মিথ্যা?”—প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, "ওখানকার বাংলাদেশিরা বলেন, পুলিশের কাছে গেলে উল্টো সবাইকে ধরপাকড় করে দেশে পাঠিয়ে দেবে। ফলে চুপ থাকাই শ্রেয় মনে করেন অনেকে। এতে কয়েকজনের অপরাধে ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার নিরপরাধ মানুষকে।"

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, বাহরাইনে একজন মালিককে হত্যার ঘটনায় সেখানকার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি প্রবাসীদের এসব বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এই বক্তব্যের মাধ্যমে তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের সততা, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন