ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

দেশ-বিদেশ থেকে গুজবের ‘বোমাবর্ষণ’ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৭, ২ জুলাই ২০২৫

দেশ-বিদেশ থেকে গুজবের ‘বোমাবর্ষণ’ চলছে

দেশ-বিদেশ থেকে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও ফেক নিউজকে ‘অবিরাম বোমাবর্ষণ’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই তথ্য-সন্ত্রাস মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন ভুয়া তথ্য, গুজব ও ফেক নিউজ। এর কিছু ছড়াচ্ছে দেশের বাইরে থাকা কিছু মানুষ, আবার কিছু ছড়াচ্ছে দেশের ভেতর থেকেও। এটি এক ধরনের অবিরাম বোমাবর্ষণ, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ড. ইউনূস আরও বলেন, “শুধু ডিজিটাল মাধ্যম নয়, অনেক সময় প্রচলিত প্রচারমাধ্যম থেকেও মিথ্যা তথ্য ছড়ায়। যদি কোনো গণমাধ্যম বারবার এমন কাজ করে, তবে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। জাতিসংঘের উচিত শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও সরাসরি সংলাপে বসা। কারণ, আপনারা জাতিসংঘ—আপনাদের কথা বিশ্বজুড়ে গুরুত্ব পায়।”

সাক্ষাৎকালে ইউনেসকো ও ইউএনডিপির যৌথভাবে প্রস্তুতকৃত ‘বাংলাদেশের গণমাধ্যমের প্রেক্ষাপট মূল্যায়ন: মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের ওপর গুরুত্ব’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রসঙ্গেও আলোচনা হয়। আগামীকাল বৃহস্পতিবার এ প্রতিবেদনটি প্রকাশিত হবে।

প্রধান উপদেষ্টা জানান, “আমরা এই প্রতিবেদনের প্রকাশের অপেক্ষায় আছি। আশা করছি এতে গণমাধ্যমের কাঠামোগত দুর্বলতা, ভুয়া তথ্য রোধ এবং বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে কিছু গঠনমূলক সুপারিশ থাকবে।”

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন