শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৪:৪১, ২৭ জুন ২০২৫
ঘটনার সূত্রপাত গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে, যখন হিরো আলম ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসানের বাড়িতে আসেন। আজ শুক্রবার সকালে তাকে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, সকাল ১০টার দিকে ঘরে কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি ভেতরে ঢুকে দেখেন হিরো আলম অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন বিশেষ করে স্ত্রী রিয়ামণির সঙ্গে সাম্প্রতিক পারিবারিক বিরোধ হিরো আলমকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। ভান্ডারবাড়ি এসে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজের হতাশার কথা বন্ধুকে জানান। এরপর কিছু না খেয়েই একা ঘুমিয়ে পড়েন বলে জানান জাহিদ হাসান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্রুত চিকিৎসা না পেলে হিরো আলমের শারীরিক অবস্থার অবনতি হতে পারত। তবে সময়মতো হাসপাতালে নেওয়ায় তার প্রাণহানির আশঙ্কা আপাতত কম বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের ভক্ত ও অনুসারীরা তার সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ