ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

এসএসসি ও সমমানের ফল প্রকাশ শিগগির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪০, ৩ জুলাই ২০২৫

এসএসসি ও সমমানের ফল প্রকাশ শিগগির

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন ফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ চূড়ান্ত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যে তারিখটিকে অনুমোদন দেবে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল পেয়ে যাবে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী।

এই তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, “ফলাফল তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সম্ভাব্য তারিখ উল্লেখ করে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।”

তবে ঠিক কোন তিনটি তারিখ প্রস্তাবে থাকবে, তা এখনো নির্ধারিত হয়নি। এ প্রসঙ্গে অধ্যাপক হায়দার বলেন, “এটা এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু সর্বশেষ পরীক্ষা হয়েছে ১৫ মে, সে অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে অর্থাৎ ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের নিয়ম রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।”

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

আগামী কয়েক দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে বলে জানা গেছে। ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন