শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৪, ৫ মে ২০২৫
মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করে পার্বত্য ইমাম পরিষদ। ছবি: ঢাকা এক্সপ্রেস
এতে বক্তারা বলেন, দেশের আলোচিত ইমাম রঈস উদ্দিন হত্যার ১০ দিন অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করেনি। এই ঘটনা থেকে একদিকে যেমন দেশের আইন শৃঙ্খলা অবনতির বিষয়টা স্পষ্ট হয়ে উঠে। পাশাপাশি সরকার ইমামদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে সেটিও প্রকাশ পায়।
সমাবেশ থেকে অনতিবিলম্বে মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবি জানানো হয়।
পার্বত্য ইমাম পরিষদের আহবায়ক আলহাজ্ব মাওলানা এম. এ. মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, কাঁঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আখতার হোসেন চৌধুরী, বালুখালী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা জাকির হোসাইন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফোরকান উদ্দিন রাব্বানী, স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস, তবলছড়ি গরীব উল্লাহ শাহ (রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দিন, সাঁওতাল পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন, শুটকিপট্টি মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, চম্পকনগর জামে মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল উদ্দিন প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/এনএ