শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৮, ৫ মে ২০২৫
চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ দাবিতে বিক্ষোভ করে এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল। ছবি: ঢাকা এক্সপ্রেস
গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের পর নারায়ণগঞ্জের সকল ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামীলীগের সকল চেয়ারম্যান ও মেম্বারদেরকে অপসারণ করা হলেও এনায়েতনগর ইউনিয়ন পরিষদে এখনও আগের রূপেই বহাল রয়েছেন তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি তার বক্তব্যে বলেন, “আমরা আমাদের ইউনিয়ন পরিষদে কোনো আওয়ামী দোসদের চাই না। বিগত সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টাকার বিনিময়ে মেম্বার বানাতেন। আমরা নতুন বাংলাদেশে সেই আগের নিয়মে চলতে চাইনা।”
তিনি প্রশাসনের উদ্দেশে হুশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত ফ্যাসিস্ট হাসিনা সরকারের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হোক, না হয় আমরা রাজপথে থেকে তাদের বিরুদ্ধে আরও কঠোর আন্দলোন গড়ে তুলবো।
বিক্ষোভ সমাবেশের সভাপতি এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুম্মান ইসলাম ইমন তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছর আমরা অনেক কিছু সহ্য করেছি। এখনও এই এনায়েতনগর ইউনিয়নে অনেক আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমারা তাদের বিরুদ্ধে এখনও কঠোর অবস্থানে যাইনি, কারণ, আমরা ছাত্রলীগের মতো সন্ত্রাসী বাহিনী নই। আমরা চাই আওয়ামী দালাল মুক্ত এনায়েতনগর ইউনিয়ন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
এ সময় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, এনায়েতনগর ইউনিয়ন যুবদল সভাপতি মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জুম্মন হোসেন ইমন, সভাপতি এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল, লিয়ান মাহমুদ আকাশ, সিনিয়র সহ-সভাপতি এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/এনএ