শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২১:৩০, ৫ মে ২০২৫
বনে অবমুক্ত করা হচ্ছে বানর। ছবি: ঢাকা এক্সপ্রেস
বন বিভাগ সুত্র জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের টহল টিম জেলার সুয়ালক ইউনিয়নের বঙ্গপাড়া এলাকা থেকে দুইটি বানর সুস্থ অবস্থায় উদ্ধার করে।
পরবর্তীতে সোমবার (৫ মে) দুপুরে জেলার রোয়াংছড়ি উপজেলার আলেখ্যং ইউনিয়নের বিজয় পাড়া গ্রামের পাড়া বনে বানর গুলোকে অবমুক্ত করা হয় ।
বন বিভাগের টহল টিমের দলনেতা মোঃ রাফি-উদ-দৌলা সরদার বলেছেন,বানর দুইটি সুস্থ ছিল এবং তাদের উদ্ধার করার পর যত্ন সহকারে বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, বন্যপ্রানী শিকার ও পাচার রোধে বিভাগীয় বন কর্মকর্তার কঠোর নির্দেশনা রয়েছে।