শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৩১, ৫ মে ২০২৫ | আপডেট: ২০:৩২, ৫ মে ২০২৫
দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে নূরানী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিলো। পথে নশিপুর জামতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দশ মাইল হাইওয়ে, কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহতদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের এস আই রেজাউল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস দুইটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ